বইঘর সম্পর্কে

বইঘর.অনলাইন বাংলাদেশের অন্যতম সুপরিচিত প্রথম সারির একটি অনলাইন বুকস্টোর । তবে এটি শুধুমাত্র অনলাইন বুকস্টোর নয় বরং বাংলাদেশের ইসলামিক বই বিক্রির প্ল্যাটফরম বা ইসলামিক বুকস্টোর।


সন্তান হল, মা-বাবার নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, শরীয়তের প্রয়োজনীয় বিষয়াদি শেখানো এবং একজন ঈমানদার মানুষ হিসাবে গড়ে তোলা মা-বাবার ইমানী দায়িত্ব।

 

আমাদের উন্নত প্রযুক্তি এবং ব্যবহারকারী-বান্ধব ওয়েবসাইটটি একজন গ্রাহককে দিতে পারে সহজ সাবলীল বই কেনাকাটার অভিজ্ঞতা, যাতে সবাই সহজেই তাদের ছোট সোনামনিদের জন্য বইগুলো বাংলাদেশের যে কোন প্রান্তে বসেই কিনতে পারেন।